পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ফের হাতির হামলা। আজ সকালে চাষের কাজ করতে গিয়েছিলেন এক মহিলা গ্রামের পাশে মাঠে। হঠাৎ সেখানে হাজির হয় হাতির একটি পাল। সঙ্গে থাকা অন্যান্যরা দ্রুত পালাতে সক্ষম হলেও ওই মহিলা পালাতে পারেননি। হাতির হামলায় তার পেটে ও হাতে আঘাত লেগেছে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আহত মহিলার নাম সারদা মুর্মু (৩২)। পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রামের ঘটনা।
উল্লেখ্য, রবিবার বিকেলের পর প্রায় ৭০ টির বেশি হাতি মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল এলাকা থেকে সালমনের জঙ্গলে প্রবেশ করেছে। এই হাতির যাতায়াতের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের।হাতির পালের ফসল ওঠার মুখে এই তাণ্ডব দেখে রীতিমতো আতঙ্ক এখন মেদিনীপুর সদর ব্লক ও শালবনী ব্লকে।
শালবনীতে হাতির হামলায় আহত মহিলা
সোমবার,২২/১০/২০১৮
435

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: