খড়্গপুরের বিজেপি সভাপতি সন্টু জানা খুনের ঘটনায় চারজন দুষ্কৃতী গ্রেপ্তার


সোমবার,২২/১০/২০১৮
507

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: খড়্গপুরের সানকোড়া পাড়া বুথের বিজেপি সভাপতি সন্টু জানা খুনের ঘটনায় চারজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ l গত 15 অক্টোবর খড়গপুর লোকাল থানার সানকোরা পাড়া বুথের বিজেপি সভাপতি সন্টু জানার বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার হয় দাঁতন থানার মহেশপুরে সুবর্ণরেখা নদী থেকে l মৃতদেহের পিছনের দিকে মাথায় আঘাতের চিহ্ন ছিল l ময়নাতদন্তের পর তা গুলির চিহ্ন বলে প্রমাণিত হয় l এরপর পুলিশ তৎপরতার সঙ্গে ঘটনার তদন্ত শুরু করে l ঘটনায় জড়িত সন্দেহে গতকাল খড়গপুর লোকাল থানা এলাকা  থেকে পুলিশ চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করে l ধৃতরা হলো রঞ্জন দুয়া , সন্তু ভূঁইয়া ওরফে জগা, পিন্টু করণ ও সমীরণ দে ওরফে চন্দন l

গত 15 অক্টোবর দাঁতন থানার মহেশপুরে সুবর্ণরেখা নদীতে ওই বিজেপি নেতার বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার হয় l দাঁতন থানার পুলিশ জানিয়েছে , অবৈধ গাঁজা ব্যবসায় গণ্ডগোলের জেরে খুন হতে হয়েছে বিজেপি নেতাকে বলে মনে করা হচ্ছে l  4 দুষ্কৃতীর স্বীকারোক্তি অনুসারে পুলিশ জানিয়েছে , 14 অক্টোবর সন্ধ্যায় খড়গপুর গ্রামীণ থানার পুর্ণাপানি মাঠে ওই বিজেপি নেতা কে মদ খাওয়ার জন্য ডাকে ধৃত চার দুষ্কৃতী l  এরপর সেখানেই পিছন থেকে গুলি করে খুন করা হয় তাকে l ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেপি নেতার l এরপর একটি লরিতে করে চালক চন্দন ওরফে সমীরণ দে বস্তাবন্দি মৃতদেহটি ঝারগ্রাম এর ভসরাঘাট এলাকার জঙ্গল কন্যা ব্রিজের তলায় সুবর্ণরেখা নদীর জলে ফেলে দেয় l পুলিশ দু রাউন্ড কার্তুজ ও আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করেছে l আটক করা হয় লরিটিl সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে l দাঁতন আদালতে তোলা হয়েছে ধৃতদেরl

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট