সেজে উঠেছে রেড রোড, দুর্গা পুজোর কার্নিভালের প্রস্ততি খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার


মঙ্গলবার,২৩/১০/২০১৮
805

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: মঙ্গলবার রেড রোডে মেগা কার্নিভাল। সেজে উঠেছে রেড রোড। আলোক রাশিতে রাতের রেড রোড যেন মায়াবী হয়ে উঠেছে। যেন প্রাচীন কোন এক রাজধানীতে পৌঁছে যাওয়া। মন্ডপ সজ্জায় অভিনবত্ব আনা হয়েছে। যে মুল মঞ্চ তৈরী হয়েছে তা কোন এক প্রাচীন রাজবাড়ি। দেখে বোঝার উপায় নেই এ রাজবাড়ি নকল। মুল মঞ্চের উল্টো দিকেও এরকমই এক মন্ডপ তৈরী করা হয়েছে। এছাড়াও আরও কয়েকটি মঞ্চ। সেই সঙ্গে রেড রোডের দুধারে লম্বা প্যান্ডেল। মুল মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে থাকবেন অন্যান্য অতিথিরা। বিদেশী অতিথিরাও আমন্ত্রিত হয়েছেন। সোমবার রাতে প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের ডিজি বীরেন্দ্র, কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার সহ পুলিশের শীর্ষ কর্তারা রেড রোডে হাজির হন। সবকিছু খতিয়ে দেখেন তাঁরা। এদিন রাতে কাজ চলাকালীন মুহর্তেরর জন্য ছন্দপতন ঘটে। সি ব্লকে প্যান্ডেলের কাপড়ে আগুন লেগে যায়। অবশ্য দ্রুত তা নিভিয়ে ফেলা সম্ভব হয়। তবে এই নিয়ে কিছুটা আতঙ্ক ছড়ায়।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট