ট্রেনের ধাক্কায় মৃত এক


মঙ্গলবার,২৩/১০/২০১৮
538

বাংলা এক্সপ্রেস---

ফরাক্কাঃ ট্রেনের ধাক্কায় মৃত এক আহত আরও দুই। মঙ্গলবার সকাল নটা নাগাদ ফরাক্কার শাকোপাড়া হল্ট স্টেশনে আপ নবদ্বীপ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক জনের। ঘটনায় আহত আরও দুইজন। মৃতার নাম রাখী পাল(২৬)। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জঙ্গীপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। এদিন শাকোপাড়া হল্ট ষ্টেশনে ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন রাখী পাল। ট্রেন ষ্টেশনে ঢোকার সময় প্লাটফর্মের ধারে দাঁড়িয়ে ছিলেন রাখী পাল। চলন্ত ট্রেনে ধাক্কা লাগে রাখী পালকে। রাখী পাল ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। সেই সময় পাশে দাঁড়িয়ে থাকা আরও দুই মহিলাকেও ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাখী পালের। আহত অবস্থায় দুইজনকে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা করেই তাদের ছেড়ে দেওয়া হয়। শাকোপাড়া হল্টের রেলপুলিস মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।  

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট