মানসিকভাবে বিধ্বস্ত জামাই নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী


বুধবার,২৪/১০/২০১৮
494

বাংলা এক্সপ্রেস---

শ্বশুরবাড়িতে মারধোরে মানসিকভাবে বিধ্বস্ত জামাই নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী। স্ত্রীর অবৈধ সম্পর্ক না মানতেই শ্বশুরবাড়িতে স্বামীকে বেধড়ক মারধর। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোয়ালপোখরের নন্দঝাড় এলাকায়। জানা গিয়েছে, গোয়ালপোখর থানার নন্দঝাড় এলাকার বাসিন্দা তপন বিশ্বাস গতকাল সন্ধ্যারাতে কাঁচনা অলিপুর এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে তাঁর দুই সন্তানের সাথে দেখা করতে গেলে তপনবাবুর স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শ্যালক মিলে তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারধরের পর রাতেই স্থানীয় এক ব্যক্তি তপনবাবুকে নন্দঝাড়ের বাড়ি পৌঁছে দেয়।

আজ সকালে নিজের বাড়িতেই গলায় গামছা দিয়ে বৈদ্যুতিক পাখায় ঝুলে আত্মঘাতী হয় তপন বিশ্বাস (৩৫)। ঘটনার খবর পেয়েই গোয়ালপোখর থানার পাঁজিপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। উল্লেখ্য, তপনবাবুর স্ত্রীর চরিত্র মোটেই ভাল ছিল না বলে অভিযোগ পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীদেরও। বেশকয়েকবার অবৈধ সম্পর্ক গড়ে তোলা স্ত্রীকে নিজে হাতে নাতে ধরে ফেলায় দাম্পত্য সম্পর্কের অবনতি হওয়াতে তপনবাবুর স্ত্রী শ্বশুরবাড়ি ছেড়ে সম্প্রতি দুই সন্তান নিয়ে নিজের বাবার বাড়ি কাঁচনা অলিপুরে থাকতে শুরু করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট