ফরাক্কাঃ চার বছরের শিশুকে খুনের অভিযোগ আত্মীয়ের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ফরাক্কার মহাদেব নগরের বাসিন্দা হামেদ আলি। অভিযোগ তার ছেলে ইমরাজ হাসান বয়স ৪বছর ৬মাস। মঙ্গলবার সকালে নিজের বাড়ি থেকে ছোট্ট সাইকেল নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে আর বাড়ি ফেরেনি। এরপর খোঁজ শুরু করলে খবর পান তার ছেলেকে ফরাক্কার মালঞ্চ পার করে ফিডার ক্যানেলের পূর্ব প্রান্তের দিকে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগের তীর তার আত্মীয় আব্দুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে। নিখোঁজ শিশুর পরিবারের অভিযোগ জমি বিবাদের জেরেই তার ছেলেকে খুন করে ফিডার ক্যানেলের জলে ফেলে দেওয়া হয়েছে। গোটা ঘটনায় ফরাক্কা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এক জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ফরাক্কা থানার পুলিস। নিখোঁজের সন্ধানে চলছে তল্লাশি।
Auto Amazon Links: No products found.