সিবিআইয়ের ওপর আমাদের আস্থা আছে: দিলীপ ঘোষ


শুক্রবার,২৬/১০/২০১৮
1776

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: সিবিআই কেন্দের শাসক দলের মদতে চলে। এই অভিযোগ দেশের বিরোধী দলগুলি সবসময়ই করে থাকে। মোদি সরকারের আমলেও একই অভিযোগ প্রথম থেকেই করে আসছে কংগ্রেস, তৃণমূল সহ দেশের সব বিরোধী দলই। সম্প্রতি CBI র অভ্যন্তরেই কোন্দল বেঁধেছে। আর যার জেরে রাতারাতি অাধিকারিকদের বদল ঘটানোর ঘটনা ঘটেছে। এই নিয়ে দেশ তোলপাড়। দেশ জুড়ে এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছে কংগ্রেস। পশ্চিমবঙ্গেও সিবিআইদফতরের সামনে বিক্ষোভ সংগঠিত হয়েছে। সিবিআই নিয়ে দিলীপ ঘোষ বৃহস্পতিবার বলেন — দু একজন ভুল করতে পারে । সরকার কড়া হাতে মোকাবিলা করেছেন । আমাদের আস্থা আছে CBI-র উপর । এই বদলে TMC-র বিপদ আরও বাড়লো । ওরা ম্যানেজ করেছিল যাদের , তাদের বদল হলো । TMC উল্লাসিত হবার কোন কারন নেই । এ রাজ্যে পুলিশ কি করছে সবাই জানে । ভারতী ঘোষ তার বড় উদাহরণ ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট