শহরে আরও দুটি বেইলি ব্রিজ হতে চলেছে, জানালেন ফিরহাদ হাকিম


শুক্রবার,২৬/১০/২০১৮
768

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: কলকাতা মহানগরীতে যেসব ব্রিজ রয়েছে তার অধিকাংশ পুরনো। বেশ কয়েকটি ব্রিজ দুর্বল হয়ে পড়েছে বলেও রিপোর্টে উঠে এসেছে। এইসব ব্রিজের চাপ কমাতে আপাতত বেইলি ব্রিজ তৈরী করা হবে বলে সূত্রের খবর। সেইমত মাঝেরহাটের পর আরও দুটি বেইলি ব্রিজ তৈরী হতে চলেছে। মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর পুজোর আগেই মাঝেরহাট ব্রিজের সমান্তরাল একটি বেইলি ব্রিজ করে যান চলাচল শুরু হয়েছে। এবার শহর কলকাতা পেতে চলেছে নতুন দুটি ব্রিজ। একটি করুনাময়ী ব্রিজ এর সমান্তরাল মহাত্মাগান্ধী রোডের ডায়মন্ড সিটির সামনে থেকে খাল পেরিয়ে টালিগঞ্জ মেট্রো কাছে সংযুক্ত হবে, অপরটি বি. এল. শাহ রোডের ক্যানেল রোড থেকে খালের উপর দিয়ে গলফ ক্লাবের পাশ দিয়ে আনোয়ার শাহ রোডে সংযুক্ত হবে। আজ এই দুটি স্থান পরিদর্শনে আসেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম। তিনি জানান এই দুটি ব্রিজের কাজ আগামী জানুয়ারি মাসের মধ্যে শেষ হবে, এরফলে বেহালা, নিউ আলিপুর, হরীদেবপুর, টালিগঞ্জ ও করুনাময়ী র যান চলাচলে অনেক সুবিধা হবে, কমবে যান জটের সমস্যা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট