বহরমপুরঃ বেআইনি ভাবে বাড়ি থেকে মদ বিক্রির অভিযোগে পাড়ার মহিলারা একত্রিত হয়ে মদ বিক্রেতাদের বাড়িতে ভাংচুর চালালো। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে বহরমপুর থানার কাশিমবাজার দিঘীরপাড় এলাকায়। দীর্ঘদিন ধরে দিঘীরপাড়া এলাকার কয়েকটি বাড়িতে মদ বিক্রি করে। পাড়ার কিছু লোক মদ খেয়ে এসে বাড়িতে নিজেদের স্ত্রী ও পরিবারের অন্যান্য দের সাথে ঝামেলা, অশান্তি ও মারধোর করে। এই অভিযোগে পাড়ার মহিলারা একত্রিত হয়ে গ্রামের মেম্বার সহ কয়েকবার থানায় অভিযোগ দায়ের করে। কিন্তু অভিযোগে জানিয়েও কোন কাজ না হওয়ায় শুক্রবার সকালে পাড়ার মহিলারা একত্রিত হয়ে মদ বিক্রেতাদের বাড়িতে ভাংচুর চালায়। স্থানীয় পঞ্চায়েত সদস্যরা এসে স্থানীয়দের মদ বিক্রি বন্ধ করার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে৷
Auto Amazon Links: No products found.