বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর


শুক্রবার,২৬/১০/২০১৮
406

বাংলা এক্সপ্রেস---

কান্দি: কান্দি বহরমপুর রাজ্য সড়কে বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মুর্শিদাবাদ জেলার কান্দি-বহরমপুর রাজ্য সড়কে ভবানীপুর এলাকায় বাসের ধাক্কায় মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। মৃত ব্যাক্তির নাম রহমততুল্লা সেখ (৬২)। সে কান্দি থানার পার্বতী পুর গ্রামের বাসিন্দা। শুক্রবার বেলা ১১টা নাগাদ রহমততুল্লা নিজের গ্রাম পার্বতীপুর থেকে সাইকেলে চেপে ভবানীপুরের দিকে যাচ্ছিলেন প্রয়োজনীয় জিনিষ কিনতে। ভবানীপুর এলাকায় আসতেই একটি বেসরকারি বাস পিছন থেকে ধাক্কা মারে ওই সাইকেল আরোহীকে।

বাসের ধাক্কায় গুরুত্বর জখম অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে রহমততুল্লা। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কিছুক্ষনের মধ্যেই মৃত্যু হয় তার। স্থানীয়রা ঘাতক বাসটিকে ধরে ফেলে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে কান্দি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক বাসটিকে আটক করেছে কান্দি থানার পুলিশ। বাসের চালক ও খালাসি পলাতক বলে জানা গিয়েছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য কান্দী মর্গে পাঠানো হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট