শুক্রবার সংসদ সদস্যদের দিক নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী

 ঢাকা, বাংলাদেশ: নির্বাচনের আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতা ও সংসদসদস্যদের দিকনির্দেশনা দেবেন বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, শুক্রবার দলের যৌথসভায় আগামী নির্বাচনে দলের করণীয় নির্ধারণ করতে পারেন তিনি।

শুক্রবার সন্ধ্যা ছয়টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে দলটির কেন্দ্রীয়কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সংসদীয় দলের (পার্লামেন্টারি পার্টি) এই যৌথসভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, নির্বাচনের আগে এমন একটি বৈঠক দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ বৈঠকে দলীয় প্রধান তাদেরনির্বাচনী বার্তা দেবেন।

তারা জানান, যৌথসভায় দলের দায়িত্বশীল নেতাদের নির্বাচনী গাইডলাইন দেবেন শেখ হাসিনা। তিনি তার বক্তব্যে টানা দুই মেয়াদে সরকারেরধারাবাহিক উন্নয়নচিত্রও তুলে ধরবেন। সবাইকে নিজ নিজ এলাকায় গিয়ে নৌকা মার্কার পক্ষে কাজ করার আহবান জানাবেন। আগামী নির্বাচনযথেষ্ট চ্যালেঞ্জিং হবে এটি মাথায় রেখেই সব ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে মাঠে নামতে বলবেন তিনি। নির্বাচনে আওয়ামীলীগ জোটগতভাবে অংশ নেবে এবং এ কারণে অনেককে মনোনয়নবঞ্চিত হতে হবে বলেও বৈঠকে আভাস দিতে পারেন।

তারা জানান, আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে, এটা ধরে নিয়েই দলীয় কৌশল নির্ধারণ করা হবে। নির্বাচনে বিএনপি অংশ নিলে বেশকয়েকটি আসনে দলের প্রার্থী বদলও হতে পারে। তাই নির্বাচনে বর্তমান কোনো সংসদ সদস্য মনোনয়ন না পেলে যেন দলে বিরূপ প্রভাব না পড়ে, এজন্য বর্তমান এমপিদের বার্তা দেয়া হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, শুক্রবারের যৌথসভায় প্রধানমন্ত্রী নির্বাচনী দিকনির্দেশনামূলক বক্তব্যদিবেন। দলের বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

Susmita Sarkar

Share
Published by
Susmita Sarkar

Recent Posts

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

2 days ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

2 days ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

2 days ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

2 days ago

পাওলি দাম: বাংলাদেশের চলচ্চিত্র এক নতুন প্রতিভার আবির্ভাব

বাংলাদেশের চলচ্চিত্র শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা যেতে পারে অল্প বা মাঝামাঝি হয়ে যাওয়া একটি বিষয়।…

2 days ago

কুরুচিকর ভাষার প্রতিযোগিতা বন্ধে কমিশনের চিঠি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে

দেশ জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় বইছে। সেই সঙ্গে সমানতালে চলছে একে অপরকে আক্রমণের পালা। পক্ষ…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: