রাজ্যে ফের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু


শনিবার,২৭/১০/২০১৮
677

বাংলা এক্সপ্রেস---

রাজ্যে ফের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল রিষড়া দলকল পুলিশের এক কর্মি অমরনাথ সাউ(৩৭)। কলকাতার একটি বেসরকারী নার্সিংহোম উডল্যান্ডে ভর্তি ছিলেন ভদ্রেশ্বর আর বি এস রোডের বাসিন্দা ওই দমকল কর্মি। গতকাল রাতে তার মৃত্যু হয়। গত ২১ তারিখ থেকে জ্বরে ভুগছিলেন অমরনাথ বাবু। বেশ কয়েকদিন জ্বর থাকায় স্থানীয় ভাবে চিকিৎসা করান তাতেও জ্বর না কমায় ভর্তি হন হসপিটালে।

রিষড়া দমকল পুলিশের আরো সাতজন কর্মি জ্বরে আক্রান্ত। তাদের রক্তে এন এস ১ পজিটিভ পাওয়া গেছে। আরো একজন দমকল কর্মি তারকেশ্বরের বাসিন্দা বাবুসোনা সামন্ত ডেঙ্গু নিয়ে ফর্টিসে ভর্তি আছেন। শ্রীরামপুরের এক বাসিন্দা দেবায়ন পালের রক্তেও এন এস ১ পাওয়া গেছে। ঘটনায় আতঙ্কিত রিষরা শহর জুড়ে দমকল কর্মিদের মধ্যে আতঙ্ক দ্যাখা দিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট