Categories: জাতীয়

পুলিশ একে একে অবৈধ মাদক কারবারিদের ধরতে শুরু করেছে

আগরতলা: রাজ্যব্যাপী নেশা-বিরোধী আন্দোলনে পুলিশ একে একে অবৈধ মাদক কারবারিদের ধরতে শুরু করেছে। শুক্রবার গভীর রাতে পুলিশ উদয়পুর মহকুমার অন্তর্গত বাগমা ফাঁড়ির ওসি বিমল দেববর্মার আস্তানায় হানা দিয়ে তাকে গ্রেফতার করেছে। মাদক কারবারির সঙ্গে যুক্ত থাকার তথ্য প্রমাণ পেয়েই গ্রেফতার করা হয়েছে বাগমা পুলিশ ফাঁড়ির ওসি বিমল দেববর্মাকে। এসডিপিও সৌম্য দেববর্মার নেতৃত্বে এই অভিযানে ছিলেন পিআরবাড়ি থানার ওসি আশিস দাস। জানা গেছে, ফেন্সিডিল কারবারের সঙ্গে জড়িত অভিযুক্ত বাগমা ফাঁড়ির ওসি বিমল দেববর্মাকে গ্রেফতার করে পিআরবাড়ি থানায় রাখা হয়েছে।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, বিমল দেববর্মার কৃষ্ণনগরের বাড়িতেও শনিবার হানা দিয়েছে পুলিশের দল। এই অভিযানে ছিলেন সদর এসডিপিও সুমন মজুমদার এবং পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী। অভিযানে পুলিশ বিমল দেববর্মার বাড়ি থেকে বেশ গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে। ওই সব নথিপত্র নিজেদের কবজায় নিয়েছে পুলিশ। অন্য এক সূত্রে জানা গেছে, পুলিশ বিমল দেববর্মার কৃষ্ণনগর বাসভবন থেকে যে সমস্ত নথিপত্র সংগ্রহ করেছে সেগুলিকে ভিত্তি করে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রসঙ্গত, নতুন সরকার ক্ষমতায় আসার পর অবৈধ নেশা ও মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর সেজন্যই একে একে জালে উঠতে শুরু করেছে মাদক কারবারিরা।

এদিকে নেশা কারববারের সঙ্গে জড়িত অভিযোগে একজন পুলিশ অফিসারের গ্রেফতারের ঘটনায় রাজ্যে প্রতিক্রিার সৃষ্টি হয়েছে। অনেকে বিস্ময় ব্যক্ত করে বলেছেন, দেশ তথা সমাজ রক্ষার দায়িত্ব যাঁরা পালন করবে, অপরাধমুক্ত ত্রিপুরা গড়ার মুখ্য ভূমিকা যাঁরা পালন তাদের মধ্যে বিমল দেববর্মার মতো অফিসাররা সমাজের কলঙ্ক। মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব ক্ষমতায় বসেই নেশা কারবারিদের বিরুদ্ধে যে জেহাদ ঘোষণা করেছেন স্বাভাবিকভাবেই বিমল দেববর্মাদের পর আরও নেশা কারবারির কিং জালে উঠবে বলে মনে করা হচ্ছে। সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই এক এক করে নেশা কারবারের সাথে যুক্ত পুলিশ অফিসারদের গ্রেফতার করা হবে।

Susmita Sarkar

Share
Published by
Susmita Sarkar

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

2 days ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

2 days ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

2 days ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

2 days ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

2 days ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: