সাংগঠনিক সভা তৃণমূল কংগ্রেসের


শনিবার,২৭/১০/২০১৮
401

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: পঞ্চায়েত নির্বাচনে ব্লক এ নিজেদের পরাজয়কে স্বীকার করে আসন্ন লোকসভা নির্বাচনের আগে ব্লকে নিজেদের শক্তি বৃদ্ধি করতে সাংগঠনিক সভা তৃণমূল কংগ্রেস দলের। লালুয়া 8 নং অঞ্চলের কলাবনি বুথে নিজেদের দলীয় পার্টি অফিসে সাংগঠনিক সভা করে তৃণমূল কংগ্রেস দল। উপস্থিত ছিলেন কেশিয়াড়ি ব্লকের ব্লক সভাপতি পবিত্র সিট কেশিয়াড়ি বিধানসভার বিধায়ক পরেশ মূর্মু, এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শ্রীকান্ত দাস সহ এলাকার তৃণমূল কর্মী সমর্থক। কেশিয়াড়ি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু জানান- “অন্যান্য ব্রকের মত কেশিয়ারি ব্লক তৃণমূল কংগ্রেসের আশানুরূপ ফল হয়নি। কিন্তু আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করে সবাইকে দলের জন্য একজোট হয়ে কাজ করতে হবে।

নির্বাচনে জয়-পরাজয় থাকবে,কিন্তু সেই পরাজয়কে কাটিয়ে এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে। “যদিও কেশিয়ারি ব্লক এ পঞ্চায়েত নির্বাচনে পরাজয়ের পিছনে কেশিয়াড়ি ব্লক সভাপতি পবিত্র সিট নিজেই। তিনি বলেন- “কেশিয়ারি ব্লক এ তৃণমূল দলের কয়েকজন নেতার আচার আচরণের জন্য মানুষ এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে দলের বিরুদ্ধে নয় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয় দলের হয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ মত ভূত স্তর থেকে নিজেদের শক্তি বৃদ্ধি করতে হবে। আজকের এই সাংগঠনিক সভা থেকে ব্লক স্তরের যুব সমাজকে প্রভাবিত করতে হবে। “অর্থাৎ কেশিয়ারি ব্লক এ নিজেদের পরাজয় কে স্বীকার করে লোকসভা নির্বাচনের আগে নিজেদের শক্তি বৃদ্ধি করতে চাইছে তৃণমূল দল।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট