রিষড়া বাগখালে হানা দিয়ে নামি কোম্পানীর প্রচুর নকল তেল, সাবান,শ্যাম্পু ও হ্যান্ড ওয়াশ আটক করল রিষড়া থানার পুলিশ। বাগখালে বাবলু সাউ এর বাড়িতে ডেটল,ডাবর,টাটা নিহার, পামলিভের মত ব্র্যান্ডের সামগ্রী নকল করে প্যাকেট জাত করা চলত। সেই সব নকল সামগ্রী হুগলি হাওড়া সহ বিভিন্ন জেলার বাজারে সাপ্লাই দেওয়া হত। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন নামী কোম্পানীর নকল গৃহ সামগ্রী বাজারে বিক্রি হচ্ছিল বলে অভিযোগ আসছিল পুলিশের কাছে। অনুসন্ধান ও রিষড়া থানার যৌথ তল্লাসীতে ধরা পরে কয়েক লক্ষ টাকার নকল সামগ্রী এবং লেবেল, কনটেনার, প্লাস্টিক বোতল। উত্তরপাড়াতেও তল্লাসী চালিয়ে নকল ডিটারজেন্ট, চা আটক হয়েছে। ঘটনায় আটক হয়েছে চারজন।
রিষড়া বাগখালে হানা
শনিবার,২৭/১০/২০১৮
418

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: