রঘুনাথগঞ্জঃ বাড়ির উঠান ঝাড় দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের বচসা। বচসার জেরে ধারালো অস্ত্র দিয়ে দাদা স্বপন ঘোষকে কোপালো ভাই ও তার স্ত্রী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বাড়ালা গ্রামে। গুরুতর আহত অবস্থায় স্বপন ঘোষকেন ভর্তী করা হয়েছে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে। ঘটনার পর অভিযুক্ত ভাই রূপ সনাতন ঘোষ পলাতক বলে জানা গিয়েছে। তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
Auto Amazon Links: No products found.