শহীদ মিনার ময়দানের বিকল্প মাঠের সন্ধান


সোমবার,২৯/১০/২০১৮
717

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: সেনাবাহিনীর অনুমোদন না মেলায় এবছর শহীদ মিনার ময়দানে বাজি বাজার হচ্ছে না। এই নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন বাজি ব্যাবসায়ীদের একটা বড় অংশ। হতাশ হয়ে পড়েছিলেন ক্রেতারাও। এবার বিকল্প মাঠের খোঁজ শুরু হয়েছে। সারা বাংলা আতস বাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় রবিবার জানান, বাজি বাজার হচ্ছেই। তবে জায়গা নিয়ে কথাবার্তা আলোচনা চলছে। কাঁকুরগাছি , দেশবন্ধু পার্ক বা দেশপ্রিয় পার্ক তালিকায় রয়েছে। যথারীতি টালাপার্ক , গরিয়া , যাদবপুর , বেহালা বাজি বাজার হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট