কলকাতা: বিজেপির রথ যাত্রার পাল্টা রথ যাত্রা কর্মসূচি হতে চলেছে রাজ্যে। বামপন্থী দল ফরওয়ার্ড ব্লক এই পাল্টা রথ যাত্রার পরিকল্পনা নিয়েছে। রাজ্যের তিন প্রান্ত আসানসোল, পুরুলিয়া এবং কোচবিহার — এই তিন জায়গা থেকে নেতাজী সম্প্রীতি রথ বের করা হবে। সোমবার ফরওয়ার্ড ব্লকের রাজ্য দফতরে এমনটাই জানালেন দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়।
বিজেপির বাড়বাড়ন্ত রুখতে বৃহত্তর বাম ঐক্যের ওপরই ভরসা ফরওয়ার্ড ব্লক রাজ্য সম্পাদকের। তার মত, কোন মতেই কংগ্রেসের সঙ্গে কোন রকম সমঝোতা নয়।
Auto Amazon Links: No products found.