পশ্চিম মেদিনীপুর: নারায়ণগড় দক্ষিণ মণ্ডলের খাকুড়দাতে বিজেপির বিজয়া সম্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। মন্ডলের অসংখ্য কর্মী সমর্থকরা এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে সামিল হয়েছিলেন। উপস্থিত ছিলেন জেলা সভাপতি শমিত কুমার দাশ, জেলার সাধারণ সম্পাদক দেবগোপাল বেরা, জেলা সম্পাদক সোমনাথ দে, গৌরীশঙ্কর অধিকারী,জেলা সদস্য ও মন্ডলের পর্যবেক্ষক পদ্মলোচন দাস, মহিলা মোর্চার জেলার সাধারণ সম্পাদিকা উমা বিশ্বাস,ওবিসি মোর্চার জেলা সভাপতি বিকাশ মাহাতো, জেলা শিক্ষক সেলের আহ্বায়ক শুভেন্দু সেন, স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের জেলা আহ্বায়ক তপন ভূঞ্যা, বিধানসভার সংযোজক অশোক মাইতি সহ মন্ডলের অন্যান্য নেতৃত্ববৃন্দ।
Auto Amazon Links: No products found.