দমদম অজিতেশ মঞ্চে অনুষ্ঠিত হল ‘নতুন আলো’ উৎসব


মঙ্গলবার,৩০/১০/২০১৮
530

বাংলা এক্সপ্রেস---

ড. সৌম ভট্টাচার্যের ঐতিহাসিক উপন্যাস ‘নতুন আলো’ নিয়ে সূচনা হলো নতুন আলো উৎসব এর। প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন ঔপন্যাসিক শীর্ষ বন্দোপাধ্যায়। উপস্থিত ছিলেন কবি নির্মলা মুখোপাধ্যায়, ঔপন্যাসিক ঈসা দেব পাল, কবি ও কথাসাহিত্য সুতপা বসু ড. তমাল লাহা, অধ্যাপক সংঘমিত্রা ভট্টাচার্য, রবি গোধূলির সভাপতি শ্রীকুমার রায়, ড. সৌম ভট্টাচার্য এবং শীর্ষ, ঋতম ও সুমেধা। এর পরিপ্রেক্ষিতে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পুরো অনুষ্ঠান কে নিবেদন করেছে ঋক প্রকাশনী। কুইজ পরিচালনা করেছেন সম্রাট মৈত্র এবং এর বিষয় ছিল উনিশ ও বিশ শতকের বাংলা রেনেসাঁস। এটি অনুষ্ঠিত হয়েছিল দমদম অজিতেশ মঞ্চে। কুইজ প্রতিযোগিতাটি সর্বসাধারনের জন্য ছিল অর্থাৎ ছোট থেকে বড়ো সব ধরণের মানুষ এই প্রতিযোগিতাতে অংশ নিয়েছিলেন। কুইজে চ্যাম্পিয়ন হয়েছিলেন সুরজিৎ দাস সরকার এবং দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন দিগন্ত রায় চৌধুরী।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট