পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর খড়গপুর টাউন থানা অন্তর্গত গোলবাজার সংলগ্ন টাট্টার পাড়ায় গতকাল রাত্রি ১টা নাগাদ।পলিথিন বস্তা দোকানে আগুন লাগে। পুরে ছাড় হয়ে যায় ৫টি দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়গপুর দমকলবাহিনী। ২ইঞ্জিন নিয়ে রাত্রি ১ থেকে ভোর ৩:৫০ পর্যন্ত দমকলবাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দমকল সূত্রে জানা গেছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে কোনো হতাহতের খবর নেই। কয়েক লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা।
খড়গপুর গোলবাজারে পলিথিন বস্তা দোকানে বিধ্বংসী আগুন
মঙ্গলবার,৩০/১০/২০১৮
521

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: