উত্তর ২৪ পরগনায় কেউ গেরুয়া চাষ করতে পারবে না : মদন মিত্র


মঙ্গলবার,৩০/১০/২০১৮
426

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে দেখা করতে যান তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের খোলামেলা জবাব দেন তিনি। টিটাগড় প্রসঙ্গে প্রশ্নের জবাবে মদন মিত্র বলেন, টিটাগরের সব তৃণমূল কর্মীদের আমি চিনি।ঘটনাটি খুবই দুঃখজনক এবং আমি শুনেছি অপরাধীরা গ্রেফতার হয়েছে। তদন্ত হোক। কিন্তু এটুকু বলতে পারি আমাদের এই সরকার প্রশাসন অত্যন্ত নিরপেক্ষ এবং সত্য উৎঘাটনের স্বার্থে যে কোনো তদন্ত করতে প্রস্তুত।

উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গা অশান্ত হয়ে ওঠা প্রসঙ্গে এই মদন মিত্র বলেন, এর মধ্যে বিজেপির অনেক খেলা আছে। যেমন নাগেরবাজার কোথাও কিছু নেই। ঘরের মধ্যে কেউ গ্রেনেড রেখে গেল। আর কেউ হোক তৃণমূল এর কোনো বোকা যে গাছে বসে কালিদাস তা আর তো কেউ কালিদাস হতে চাইবে না। তবে বিজেপি যতই করুক আল্টিমেট উত্তর ২৪ পরগনায় গেরুয়া চাষ করতে পারবে না। লড়াই হবে ইঞ্চিতে ইঞ্চিতে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট