খড়গপুরে বামেদের স্বাক্ষর সংগ্রহ অভিযান


বুধবার,৩১/১০/২০১৮
524

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুরঃ খড়গপুরে রেল সংক্রান্ত দাবী দাওয়া নিয়ে সিপিআইএমের স্বাক্ষর সংগ্রহ অভিযানে দারুন সাড়া পেল সিপিআইএম।রেলওয়ে যাত্রী সুরক্ষা নিয়ে খড়গপুরে পথে নামলো সিপিআইএম। সোমবার খড়গপুর স্টেশনের দু প্রান্তের প্রবেশ পথে বোগদা ও বাস স্ট্যান্ড লাগোয়া ওভার ব্রিজের সম্মুখভাগে সিপিআইএম খড়গপুর শহর দক্ষিণ ও পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে রেলওয়ে যাত্রী সুরক্ষায় ও স্বাচ্ছন্দ‍্য নিয়ে স্বাক্ষর সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়। মূল দাবি ছিল নতুন ফুট ব্রিজ নির্মাণ,সাবওয়ের সম্প্রসারন,বর্তমান ফুট ব্রিজটির পুনর্গঠন।

এছাড়াও যাত্রী সুরক্ষা সংক্রান্ত নানা দাবিতে সাক্ষর সংগ্রহ অভিযান চালানো হয়। সিপিআইএমের পক্ষ থেকে জানানো হয় স্বাক্ষরিত দাবীপত্রটি খড়গপুরের ডি আর এম কে পেশ করা হবে। এই কর্মসূচি তে যাত্রীদের আগ্রহ ও সহযোগিতা ছিল চোখে পড়ার মতো। তিন ঘন্টারও বেশি সময় ধরে চলা এই স্বাক্ষর সংগ্রহ অভিযানে বেশ কয়েক হাজার মানুষ দাবীপত্রে স্বাক্ষর করেন।এদিনের কর্মসূচিতে অসিত সরকার,সবুজ ঘোড়াই, কামারুজ্জামান, অমিতাভ দাশ, জয়দীপ বোস সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্ব ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট