বহরমপুরঃ ইন্দিরা গান্ধীর ৩৫তম প্রয়ান দিবস পালন করল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। বুধবার সকাল ১০টা নাগাদ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে ইন্দিরা গান্ধীর মর্মর মূর্তিতে মাল্যদান করেন বহরমপুর সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এদিন জেলা কংগ্রেস ভবনের সামনে জেলার কংগ্রেস বিধায়কগন ও জেলার কংগ্রেস নেতা কর্মীরা ইন্দিরা গান্ধীর মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ইন্দিরা গান্ধীর সম্বন্ধে বক্তব্য রাখেন।
ইন্দিরা গান্ধীর প্রয়ান দিবস পালন করল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস
বুধবার,৩১/১০/২০১৮
527

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: