কাজিবেড়িয়া মোড়ে ৩৫ তম ভারত মাতা ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবসে স্মরণ সভা


বুধবার,৩১/১০/২০১৮
581

আক্তারুল খাঁন---

হাওড়া: হাওড়া জেলার আমতা বিধানসভা কেন্দ্রের আঠারোটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বুধবার সকল থেকে রাত্রি ব‍্যাপী ইন্দিরা গান্ধীর ৩৫ তম মৃত্যু দিবসে স্মরণ করা হয়। নানান ধরনের অনুষ্ঠানের মাধ্যমে,বাগনানের কাজিবেড়িয়া মোড়ের স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা ভারতের রাজ‍্য সভার সাংসদ অধ‍্যাপক প্রদীপ ভট্টাচার্য ও আমতার বিধায়ক অসিত বরণ মিত্র, হাওড়া জেলা ও আমতা কেন্দ্র কংগ্রেসের নেতা সুভ্রজতী দাস, শম্ভুনাথ ঘোষ,সেখ জাইদুল ইসলাম,সেখ সামসুদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন স্মরণ সভায় সভাপতিত্ব করেন মুক্তিরাম প্রান্তি বসু। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য ইন্দিরা গান্ধীর কর্ম ময় আত্মজীবনী থেকে, বর্তমান কেন্দ্রের ও রাজ্য সরকারের কঠোর সমালোচনা করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট