সামনেই ধনতেরাস উৎসব, শুভ লগ্নে সমৃদ্ধি কামনায় গৃহস্থ


বুধবার,৩১/১০/২০১৮
1355

বাংলা এক্সপ্রেস---

দীপাবলির আগে ধনতেরাস বা ধন ত্রয়োদশী আজকের বাঙালির কাছে নতুন পরব। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যায় আলোর উৎসব দীপাবলি। তার আগের ত্রয়োদশীই পরিচিত ধনতেরাস বা ধন ত্রয়োদশী নামে। এখন ধনতেরাস এক উৎসবে পরিনত হয়েছে। আর কিছু দিনের অপেক্ষা সামনেই ধনতেরাস উৎসব। এই ধনতেরাস এর শুভ লগ্নে অর্থ ও সমৃদ্ধি কামনায় বাঙালির ঘরে ঘরে।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

এই দিনে অনেকে সোনার অলঙ্কার কেনাকাটা করেন। শুধু তাই নয় এই দিন ধন সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে সোনার এক শুভ যোগ রয়েছে। এই দিনে সোনার অলঙ্কার কেনা অনেকে শুভ বলে মনে করেন। এই কারনে অনেক সোনার দোকানে সেল দিতে দেখা যায়। বাঙালির জীবনে ধনতেরাসের তেমন চল ছিল না৷ সময়ের সঙ্গে বদলেছে বাঙালিও৷ যা অবস্থা তাতে আর বলা চলে না, বাঙালি আজ যা করে বাকি ভারত তা করে আগামীকাল৷

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট