Categories: রাজ্য

নেতাজীর কণ্যা অনিতা বোসকে দেওয়া হোক ভারতীয় নাগরিকত্ব, দাবি রানি রাসমনি পরিবারের

কলকাতা: দেশ জুড়ে মর্যাদার সঙ্গে উদযাপন করা হয়েছে আজাদ হিন্দ ফৌজের ৭৫তম বর্ষ। দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর জীবনের সংগ্রাম, তাঁর জীবন ও আদর্শ নিয়ে আলোকপাত করেন প্রধানমন্ত্রী। ১৫ আগষ্টের পর একই বছরে দ্বিতীয় বার লালকেল্লায় কোন প্রধানমন্ত্রী এই প্রথম জাতীয় পতাকা উত্তোলন করলেন। সুভাষচন্দ্র বসুকে নিয়ে কেন্দ্রীয় সরকারের এমন মাতামাতি আগে দেখেননি এদেশের মানুষ। স্বাভাবিক ভাবেই খুশি এরাজ্যের আপামর জনতা। নেতাজীকে নিয়ে কেন্দ্রের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রানি রাসমনি পরিবারের বর্তমান বংশধর অতীন্দ্রনাথ দাস এস্টেটের প্রধান শ্যামলী দাস।

রানিমা বাংলা এক্সপ্রেসকে জানালেন, স্বাধীনতার পর কেন্দ্রের নেহেরু সররকা নেতাজীকে নিয়ে ধোঁয়াশা তৈরী করেছে। দেশবাসীকে প্রকৃত তথ্য জানতে দেওয়া হয়নি। যে সম্মান পাওয়ার কথা ছিল সেই সম্মান দেওয়া হয়নি নেতাজীকে। রাষ্ট্রদোহি তকমা দেওয়া হয়েছিল নেতাজীকে। শ্যামলী দাস আরও বলেন, নেতাজী সুভাষচন্দ্র বসু কলকাতা পুরসভার মেয়র ছিলেন। আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করে দেশের স্বাধীনতার জন্য সেনাবাহিনী গঠন করেছিলেন। নেতাজীর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের সাহসী যোদ্ধারা ইংরেজ শক্তিকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন।

কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর যথাযথ মর্যাদা দেওয়া হয়নি আজাদ হিন্দ বাহিনীকে। “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” বীরদীপ্ত কণ্ঠে যে আহ্বান জানিয়েছিলেন নেতাজী তা ইতিহাস। নেতাজীর স্ত্রী-কণ্যাকে সম্মান ও মর্যাদা দেওয়া হয়নি। তৎকালীন কংগ্রেস সরকার অবজ্ঞা করেছে। শ্যামলী দেবী দাবি জানিয়েছেন, নেতাজী কণ্যা অনিতা বোসকে ভারতের নাগরিকত্ব দেওয়া হোক। দেশে সসম্মানে নেতাজী ভবনে পিতৃস্মৃতির অধিকার দেওয়া হোক নেতাজী কণ্যাকে।

বর্তমান মোদি সরকারের কাছে তাঁর দাবি, নেতাজী কণ্যার পরিবারের কোন সদস্যের ভারতে আসার ক্ষেত্রে কোন রকম বাধা দেওয়া যেন না হয়। সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হোক নেতাজী পরিবারকে। তাঁর অভিযোগ, বৃটিশ সাম্রাজ্যবাদী নীতির সঙ্গে ষড়যন্ত্র করে নেতাজী সুভাষ চন্দ্র বসুকে স্বাধীনতা সংগ্রামী হিসাবে যথাযথ মর্যাদা না দিয়ে রাষ্ট্রদ্রোহি তকমা দেওয়া হয়েছিল। তা বাতিল করা হোক।

শ্যামলী দাস আরও বলেন, কংগ্রেস নেতাজীকে কোন দিন সম্মান দেইনি, উল্টে অপদস্থ করেছে। স্বাধীনতা সংগ্রামে নেতাজীর ভূমিকাকে খাঁটো করা হয়েছে। বলা হয়েছিল তাইহাকু বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় নেতাজীর মৃত্যু হয়েছে। তাহলে কেন তার প্রামান্য তথ্য আজ পর্যন্ত প্রকাশ্য আনা হল না? কেন্দ্রীয় সরকার যদি মেনে নেয় ওই তথ্য সঠিক ছিল তাহলে তা জনসাধারনের সামনে প্রকাশ করুক।

Susmita Sarkar

Share
Published by
Susmita Sarkar

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

2 days ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

2 days ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

2 days ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

2 days ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

2 days ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: