বিভিন্ন জায়গায় জায়গায় ব্রিজগুলির অবস্থা কেমন আছে সেগুলো খতিয়ে দেখতে ইসলামপুর সুব্রত মুখোপাধ্যায়


বৃহস্পতিবার,০১/১১/২০১৮
529

বাংলা এক্সপ্রেস---

কলকাতার মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনার পর রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন জায়গায় জায়গায় ব্রিজ গুলির অবস্থা কেমন আছে সেগুলো খতিয়ে দেখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে। আর তারই ফলস্বরূপ আজ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর আসেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানী। আজ তিনি ইসলামপুর সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করার পর, জেলার চাকুলিয়ায় জান বিভিন্ন ব্রিজ গুলির অবস্থা কেমন রয়েছে সেগুলো খতিয়ে দেখতে।

শুধু তাই নয়, জেলার বিভিন্ন জায়গায় এই ব্রিজ গুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো খোঁজখবর নিয়ে যাতে সেগুলো পুনরায় মেরামত করে ঠিক করা যায়। তার জন্য তিনি নতুন জেলা পরিষদ কে দায়িত্ব দিয়ে যাবেন। পঞ্চায়েত মন্ত্রী আরো বলেন তাদের একটাই কাজ, রাজ্যের বিভিন্ন জায়গায় ব্রীজ গুলির অবস্থার হাল ফেরাতে উদ্যোগ নেওয়া, আর সেই ফলস্বরূপ তারা উত্তরবঙ্গ থেকে এ কাজ শুরু করেছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট