কেশপুরে নকআউট ফুটবল প্রতিযোগিতা


বৃহস্পতিবার,০১/১১/২০১৮
672

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: কেশপুরের আমনপুর ফুটবল ময়দানে ১৬ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়জন করে করেছিল আমনপুর পল্লী উন্নয়ন সংঘ।এই ক্লাব শুধু খেলাধুলায় নয় সারা বছর ধরে রক্তদান এবং নানান সচেতনতা মূলক শিবিরের আয়োজ করে থাকে। মঙ্গল,বুধ,বৃহঃপতি বার এই ফুটবল খেলা দেখতে গ্রামের মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় ২৫ হাজারেরও বেশি দর্শক উপস্থিত হয়েছিলেন।

এদিনের এই খেলাই ফাইনালে উইনার টিম কে নগদ ৭০,০০১টাকা জাসি এবং ট্রফি এবং বিজিত দলকে নগদ ৫৫,০০১টাকা জাসি এবং ট্রফি প্রদান করা হয়, এছাড়াও সেমি ফাইনালে দুইটি বিজিত দলকে নগদ ১৫,০০১টাকা ও ট্রফি এবং সমস্ত বেস্ট পুরষ্কারও দেওয়া হয়।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট