খাদ্যসাথী প্রকল্প খতিয়ে দেখতে সবং এ মানস রঞ্জন ভূঁইয়া


শনিবার,০৩/১১/২০১৮
526

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: মিথ্যাচার করে সোনার বাংলার খাদ্যসাথীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায় না আবার ও প্রমাণিত হোল। গতকাল দু একটি সংবাদপত্রে সবং এর ডডঁরা গ্রাম পঞ্চায়েতের খোলাগেড়িয়া সংসদে বাগাল পাড়ার যে খবর প্রকাশিত হয়েছিল তা সর্বৈব মিথ্যে।

প্রকাশিত খবর দেখে আজ সেই গ্রামে উপস্থিত হলেন সবং এর উন্নয়নের সাথী, বিধায়ক শ্রীমতি গীতা রানী ভূঁইয়া ও সবং এর ভূমিপুত্র রাজ্যসভার সাংসদ ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া এছাড়া বিডিও সাহেব এবং খাদ্য দপ্তরের প্রতিনিধিরা ও সবং পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষরা। সবাই স্থানীয় মানুষ জনের সঙ্গে কথা বলেন। স্থানীয় মানুষ জন রাজ্যসভার সাংসদ ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া কে জানায় যে তারা এই বাংলায় শান্তি ও সুখে আছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট