পশ্চিম মেদিনীপুর: লরীর ধাক্কায় ভেঙ্গে পড়ল বৈদ্যুতিক খুঁটি। আর তার জেরেই অবরুদ্ধ হয়ে পড়েছে জাতীয় সড়ক। ঘটনাটি শালবনীর গোদাপিয়াশালে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে আজ সকালে একটি লরি শালবনীর দিক থেকে মেদিনীপুরের দিকে যাওয়ার সময় ৬০ নং জাতীয় সড়কের পাশে গোদাপিয়াশালের সামন্দ রাস্তার ধারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। বৈদ্যুতিক তার সহ খুঁটি ভেঙ্গে পড়ে জাতীয় সড়কের উপর। তার জেরেই যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় জাতীয়য় সড়কের উপর যানজট। ঘটনাস্থলে শালবনী থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বিদ্যুৎ দপ্তরে।
লরির ধাক্কায় ভেঙ্গে পড়লো বৈদ্যুতিক খুঁটি, অবরুদ্ধ জাতীয় সড়ক
শনিবার,০৩/১১/২০১৮
349

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: