পিংলাতে পথ দুর্ঘটনা, আহত ৭ জন


শনিবার,০৩/১১/২০১৮
405

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর পিংলায় পথ দুর্ঘটনায় আহত হলো ৭জন। আহত জনকে মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পিংলার মুন্ডুমারী সংলগ্ন কসুমদাতে। ডেবরা থেকে পটাসপুর গামী রাজ্য সড়কের উপর। ভোরে সবং যাওয়ার জন্য যাত্রা গাড়ি দাঁড়িয়ে চলে রাস্তার উপর।

হটাৎ পিছন থেকে একটি ডাম্পার গিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনায় ডাম্পারের খালিসি আশঙ্কাজনক অবস্থায়। খালাসী সহ মোট ৭জনকে প্রথমে ডেবরা হসপিটালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুটো গাড়িকে পিংলা থানার পুলিশ আটক করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট