ল্যাপরোস্কোপিক অপারেশন এর নুতন দিক নিয়ে আলোচনা সভা পশ্চিম মেদিনীপুরে


শনিবার,০৩/১১/২০১৮
430

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ইতিহাস এ এই প্রথম ল্যাপরোস্কোপিক অপারেশন এর নুতন দিক নিয়ে আলোচনা হলো আজ জেলা পরিষদ হলে। দেশের বিভিন্ন প্রান্তের নামকরা ল্যাপরোস্কোপিক সার্জনরা এসে ছিলেন এই কনভেনশন এ, এই ধরনের অনুষ্ঠান পূর্ব, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্ৰাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ডাক্তারেরা হাজির হন।

নবীন এবং প্রবীন ডাক্তারদের সামনে এই কনভেনশন এর কি গুরুত্ব তা তুলে ধরা হয়। যাতে আগামী দিনে এই ধরনের অপারেশন করা যায় তার গুরুত্বের কথা তুলে ধরেন সমস্ত বক্তারা। অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু, ডাঃ ওম তান্তিয়া, ডাঃ তমোনোস চৌধুরী , ডাঃ মানবেশ প্রামাণিক, ডাঃ সরফরাজ জলিল, ডাঃ বেহেরা সহ অন্যান্য বিশিষ্ট ডাক্তারেরা। সমগ্ৰ অনুষ্ঠান টি পরিচালনা করেছেন ডাঃ টি, কে, বিশ্বাস ‌।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট