লাউদহ নবারুন সংঘক্লাব এর উদ্যোগে রক্তদান শিবির


শনিবার,০৩/১১/২০১৮
593

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: রক্তদান শিবির অনুষ্ঠিত হল লাউদহ এর নবারুন সংঘক্লাব এর উদ্যোগে। লাউদহ নবারুণ সংঘের ব্যবস্থাপনায় লাউদোহা ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের।প্রায় ৫০জন রক্তদাতা এদিনের এই রক্তদান শিবিরে রক্ত দান করেন। এবছর কালীপুজোর 25 বছর পূর্তি উপলক্ষে তাদের এই উদ্যোগ।

রক্তদাতারা ও রক্তদান করে খুশি, তারা জানান প্রতি বছর তারা এই খানে রক্ত দান করে থাকবেন। রক্তদান মহৎ দান, রক্তদানের মাধ্যমে যদি কোন মানুষের জীবন বাঁচে থেকে আর কি বড় কিছু হতে পারে। আমরা চাই এ ধরনের উদ্যোগ চারিদিকে হোক আরো বিপুল পরিমানে। যাতে প্রত্যেকটি মানুষ যাদের রক্তের প্রয়োজন এজন্য সময় রক্ত পেতে পারেন। আর কালিপুজোয় বিশেষভাবে গরিব মানুষদের সাহায্য করার জন্য বস্ত্র দান এর মত কাজ ও তারা করবেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট