রাজ্যে বর্তমানে কোনও গণতন্ত্র নেই। তাই রাজ্যে গণতন্ত্র ফেরাতে বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে গণতন্ত্র রথযাত্রা । এই রথ রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্র ও ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে যাবে । তারই প্রস্তুতি সভা হিসাবে এদিন আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত হরিপালের মালিয়ায় একটি সভা করা হয়। এদিনের এই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়। এদিন মুকুল রায় বলেন, রাজ্যে যে গণতন্ত্র নেই নতুন করে আর তা রাজ্যের মানুষকে বোঝানোর কিছু নেই। তবুও এই নিয়ে একটা প্রচার চালানোর জন্যই এই রথযাত্রা করা হবে। পাশাপাশি এদিন আবারও সিঙ্গুর প্রসঙ্গে তুলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একহাত নেন মুকুল বাবু ।
Auto Amazon Links: No products found.