প্রশাসনিক কর্তাদের চূড়ান্ত পরিদর্শনের আগেই বিবেকানন্দ পার্কে শুরু হল বাজি মেলা


রবিবার,০৪/১১/২০১৮
775

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: প্রশাসনিক কর্তাদের চূড়ান্ত পর্যায়ের পরিদর্শনের আগেই শনিবার বিকেল থেকে শুরু হল বাজি মেলা ২০১৮। শহীদ মিনার ময়দানের পরিবর্তে এবছর এই বাজি মেলা দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে বসেছে। বড়বাজার ফায়ার ওয়ার্কস ডিলার্স অ্যাসোসিয়েশনের অন্যতম কর্তা শান্তনু দত্ত জানান, প্রশাসনের অনুমতি পেয়েই বাজি মেলা ক্রেতাদের জন্য খুলে দিয়েছেন তারা। তাঁর দাবি, মেলা আয়োজনের ছাড়পত্র আগেই তাঁরা পেয়ে গিয়েছেন।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

মোট ৪২ টি স্টল রয়েছে এবারের বাজি মেলায়।অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার সব ধরনের বন্দোবস্ত রাখা হয়েছে। আতসবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় বলেন ব্যাবসা ভাল জমবে বলেই প্রত্যাশা করছেন তারা। ময়দান ছেড়ে বিবেকানন্দ পার্কে উঠে এলেও বিক্রিবাট্টা একই রকম থাকবে বলেই মনে করছেন বাজি ব্যাবসায়ীরা। দেওয়ালি পর্যন্ত চলবে বাজি মেলা। ময়দানের চেনা পরিবেশ থেকে নতুন জায়গায় উঠে আসতে হয়েছে। তাই অনেক ব্যাবসায়ীই দোলাচালে রয়েছেন মেলার ভবিষ্যৎ নিয়ে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট