ঝাড়গ্রামে জমজমাট বাজির বাজার


রবিবার,০৪/১১/২০১৮
567

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম : কালীপূজোর বাকি আর মাত্র কয়েকদিন। দীপাবলির আগেই ঝাড়গ্রাম বাজারে বাজির পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বাজি বিক্রেতাদের আশা, এবছর তাদের ভাগ্যে সহায় হবেন মা লক্ষ্মী।বাজি বাজার ঘুরলে দেখা যাবে নানান রেঞ্জের চটপটি পাবেন ৫০ থেকে ৮০ টাকায়। রঙ্গিন ফুলঝুরি প্যাকেট পিছু ৩০ টাকা থেকে শুরু। রংমশাল ও চরকি ছোটবড় নানান মাপের রয়েছে। দেদার বিকোচ্ছে, ফুলঝুরি, রংমশাল, তুবড়ি, চরকি। শব্দবাজির ব্যবহারে প্রশাসনিক বিধিনিষেধ থাকায় এবার আলোর বাজির বিক্রিই বেশি। বাজি কেনায় সবচেয়ে বেশি উত্সাহ দেখা গেছে শিশুদের মধ্যে।গত বছর বাজারে সাড়া ফেলা ফানুসের সাইজ অনুযায়ী সার্বজনীন দর ২৫ ও ৩০ টাকা।সবমিলিয়ে বাজি বাজার কিন্তু ক্রেতাদের চাহিদা মেটাচ্ছে। এক জায়গায় মিলছে পছন্দের বাজি। একের পর এক দোকান থাকায় যাচাই করে, নিজের পছন্দের বাজিটি কিনতে পারছেন ক্রেতারা।

বাজি বিক্রেতাদের বক্তব্য, শব্দবাজি নিয়ে কড়া নিষেধাজ্ঞার জন্যই আলোর বাজির বৈচিত্র ক্রমশ বাড়ছে। ফানুস থেকে শুরু করে নানা রকম অভিনব আলোর বাজিতে এ বার সেজে উঠেছে ঝাড়গ্রামের বাজি বাজার। বিক্রেতারা জানালেন, গত বারের তুলনায় আলোর বাজির দাম ২০ শতাংশ বেড়েছে। তবে দাম বেশি হলেও নানা রকমের আলোর বাজির বৈচিত্রে মজেছেন ক্রেতারা। বাজেট ছাপিয়েও এ বছর বাজি কিনছেন অনেকে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট