ঝাড়গ্রামে হাতির হানায় মৃত এক


রবিবার,০৪/১১/২০১৮
453

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: হাতির হানায় মৃত্যু হল এক ব্যাক্তির। নাম অজিত রায়(৫০)। ঝাড়গ্রাম জেলার মানিকপাড়ার বামুনমারা গ্রামের বাসিন্দা।স্হানীয় একটি চাল মিলে লেবারের কাজ করতো। কয়েকদিন ধরে ওই এলাকায় বেশকয়েকটি হাতি রয়েছে। আর সকাল হলেই খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে তারা। এর ফলে প্রচুর ধানজমি ও ফসল নষ্ট হচ্ছে। আজ ভোরের দিকেও জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে তারা।

প্রত্যেক দিনের মতো এই দিনও প্রকৃতির ডাকে সাড়া দিতে জঙ্গলে যাচ্ছিল অজিত।তখনি হাতির সামনে পড়ে যান। তাঁকে শুঁড় দিয়ে শূন্যে তুলে আছাড় মারে একটি হাতি। ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয়। বিষয়টি দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পাঠায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় প্রতিবছর হাতির দল আসে। কিন্তু, এই হাতিগুলিকে আটকানোর জন্য বনদপ্তরের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয় না। এর ফলে প্রতিবছর হাতির হানার মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট