জয়পুরে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার


সোমবার,০৫/১১/২০১৮
505

আক্তারুল খাঁন---

হাওড়া: হাওড়া জেলার আমতা ২ ব্লকের জয়পুর থানার ঝামটিয়া গ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর কৃষক পরিবারের যুবক।খড়ের ছাউনি দিয়ে বাঁশ কন্চেদিয়ে মাটির এক চিলতে ঘরে কোন রূপ দিনযাপন করা কার্তিক বাড়ির কিছু তফাতে নিত‍্যদিনের মতো কাজ সেরে ফেরার পথে জল নিকাশি খালের পাড়ের পথে হঠাৎ করে দেখতে পায় এক বিরল প্রজাতির কচ্ছপ সাথে সাথে পরিজনদের নিয়ে আনন্দে আত্মহারা হয়ে এগিয়ে চলা ফেরা করা কচ্ছপ টিকে উদ্ধার করে কুঁড়েঘরে নিয়ে যায়। কার্তিকের পরিবারের সদস্যরা সযত্নে আগলে রাখে কচ্ছপ টিকে কার্তিক প্রায় নাওয়া খাওয়া ভুলে কচ্ছপ টিকে সেবা শুশ্রূষা করলেও কার্তিকের ডাকে সাড়া না দেওয়ায় কার্তিকের পরিবারের সদস্যরা চিন্তায় পড়ে।

এদিকে ভাঙ্গা ঘরে চাঁদের আলো কচ্ছপ টিকে দেখতে এলাকার মানুষের ভিড় জমজমাট। কোন প্রকার প্রোলভনে ফাঁদে পা না দিয়ে কার্তিক এলাকার মানুষ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত ঘটনা জানালে বিশিষ্ট আইনজীবী ও হাওড়া জিলা পরিষদের কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ রমেশ চন্দ্র পালের তত্ত্বাবধানে বনো বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কার্তিকের কুঁড়ে ঘরথেকে বনোবিভাগের হেফাজতে নিয়ে যায়। এলাকায় কার্তিকের এই সদিচ্ছার প্রশংসা করেছেন সকলে কিন্তু হত দরিদ্র পরিবারের সদস্যরা কোন পুরষ্কারের আশায় না থেকে নজির সৃষ্টি করলো।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট