কালীপূজো, দিপাবলী মানেই বাচ্চাদের আনন্দ


সোমবার,০৫/১১/২০১৮
538

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: কালীপূজো, দিপাবলী আসল মানেই বাচ্চাদের আনন্দের কোনো সীমা থাকে না। কেউ নতুন জামাকাপড় নিয়ে মেতে থাকে, কেউ কেউ কি ধরনের বাজি কিনবে তা নিয়েই ব্যাস্ত, আবার কেউ ইট, কাদা দিয়ে বাড়ি ও নানান ধরনের জিনিস বানাচ্ছে। ঠিক এমনই এক ঘটনা চোখে পড়লো গোপীবল্লভপুর বেলিয়াবাড়া ব্লকের তপশিয়া অঞ্চলের বালিয়া গ্রামে।

ইট, কাদা, রং দিয়ে তৈরি করছে নানান ধরনের মন ভালো করা জিনিস। মা, বাবা বকলেও শোনার নাম নেই কারন দিপাবলী আসছে। তাড়াতাড়ি ভালো না করতে পারলে আর একজনের টা ভালো হয়ে যাবে। তখন আবার মন খারাপ। পড়াশোনা, খাওয়াদাওয়া, এর মাঝেই একটু সময় পেলেই মাটি দিয়ে তৈরি করছে নানান জিনিস। তারা যানায় কালীপূজোর দিন এই মাটির তৈরি বাড়িটিতেই তারা দিপাবলী উদযাপন করবে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট