কলকাতা: সোমবার অসম ভবন অভিযান CPI(ML) লিবারেশনের পক্ষ থেকে করা হয়। তিনসুকিয়ার ধলাই এলাকায় ৫ বাঙালি হত্যার প্রতিবাদে এই কর্মসূচি। অসমের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীরর পদত্যাগের দাবি জানান তারা। বিজেপির বিরুদ্ধে জাতি বিদ্মেষ ছড়ানোর অভিযোগ তোলেন এই বামপন্থী দলের নেতারা। লিবারেশনের রাজ্য সভাপতি পার্থ ঘোষ, পলিটব্যুরো নেতা কার্তিক পাল প্রমুখ উপস্থিত ছিলেন।