কলকাতা: সোমবার অসম ভবন অভিযান CPI(ML) লিবারেশনের পক্ষ থেকে করা হয়। তিনসুকিয়ার ধলাই এলাকায় ৫ বাঙালি হত্যার প্রতিবাদে এই কর্মসূচি। অসমের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীরর পদত্যাগের দাবি জানান তারা। বিজেপির বিরুদ্ধে জাতি বিদ্মেষ ছড়ানোর অভিযোগ তোলেন এই বামপন্থী দলের নেতারা। লিবারেশনের রাজ্য সভাপতি পার্থ ঘোষ, পলিটব্যুরো নেতা কার্তিক পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
কলকাতায় অসম ভবন অভিযান CPI (ML) এর
সোমবার,০৫/১১/২০১৮
694

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: