ব্রাত্য দেরকেই এখন কাছে ডেকে নিচ্ছে তৃনমূল


সোমবার,০৫/১১/২০১৮
649

বাংলা এক্সপ্রেস---

কয়েকদিন আগেও যারা দলের কাছে ছিলেন ব্রাত্য, পিছড়েবর্গ এখন তাদেরকেই কাছে ডেকে নিচ্ছে তৃনমূল। দেওয়া হচ্ছে সংবর্ধনা। বাদ যাচ্ছেন না পাড়ার উঠতি ফুটবলার, প্রাক্তন স্কুল শিক্ষক, সদ্য চাকরি পাওয়া যুবক বা যুবতী। এক আধজন নয় এরকম দুশো জন সাধারণ মানূষ, দলের মূল স্রোত থেকে দূরে থাকা তৃনমূল কর্মীদের সংবর্ধনা দিল তৃনমূল কংগ্রেস। সোনারপুরের প্রতাপনগরে গিরিধারি হাই স্কুলে রবিবার এমন এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল।

সভার মূল উদ্যোক্তা ছিলেন ওই এলাকা থেকে নির্বাচিত সোনারপুর পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ দিলীপ ঢালী। মূলত তাঁর উদ্যোগেই এদিন এলাকার গুনীজনদের হাতে ফুলের স্তবক, মানপত্র তুলে দেওয়া হয়। সঙ্গে দেওয়া হয় উত্তরীয়, মিষ্টির প্যাকেট। স্বভাবতই এমন আপ্যায়নে ব্যপক খুশি দীর্ঘদিন ‘সম্মান’ না পাওয়া কর্মীরা। বাসুদেব দেব সাপুই নামে এক প্রাক্তন তৃনমূল কর্মী বলেন আজ যে ভাবে আমাদের সম্মানিত করা হল তাতে আমরা গর্বিত। আমৃত্যু আমরা তৃনমূলের সঙ্গে থাকব।‘

এবারের পঞ্চায়েত নির্বাচনেও ওই এলাকায় বিজেপির বাড় বাড়ন্ত লক্ষ্য করেছেন অনেকে। তাই দলের ভাঙন রুখতে বা বিপক্ষ দলের যাতে শক্তি বৃদ্ধি না হয় সেজন্য এমন উদ্যোগ বলে মনে করছেন এলাকার বিরোধিরা। তবে এটার মধ্যে কোন রাজনীতি বা ভোট অঙ্ক আছে বলে মানতে নারাজ দিলীপ বাবু। তিনি বলেন, ‘দলীয় নেত্রী সবসবয় বলেছেন যারা সম্মানের যোগ্য তাঁদেরকে সম্মান দিতে। আমরা সেই চেষ্টায় করেছি মাত্র।‘

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট