কালি পূজোর চাঁদার জুলুম, মার খেলেন বাসের চালক ও খালাসি


সোমবার,০৫/১১/২০১৮
604

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: কালি পূজোর চাঁদার জুলুম বাজির জেরে পুজো কমিটির হাতে মার খেলেন বাসের চালক ও খালাসি। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার আসনবনি গ্রামে। স্থানীয় সুত্রে জানা গেছে এদিন সকাল দশটা নাগাদ বাঁকুড়া ঝাড়গ্রাম রুটের বাস নেপুরা থেকে বিনপুরের দিকে আসছিলো।

সেই সময় আসনবনি গ্রামের কাছে স্থানীয় কালিপূজা কমিটি র যুবকরা বাস আটকে এক হাজার টাকা দাবি করে। এত টাকা দিতে অস্বীকার করে বাসের কর্মীরা। তার জেরে পূজো কমিটির যুবকদের সাথে শুরু হয় বচসা। স্থানীয় পূজোকমিটির যুবকরা মারধর করেন বাসের চালক ও খালাসিদের। ঘটনার পর লালগড় থানার পুলিশ এসে তাদের উদ্ধার করে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট