দীপাবলির সকাল থেকেই দক্ষিণেশ্বরের স্কাইওয়াকে ভক্তদের ভিড়


মঙ্গলবার,০৬/১১/২০১৮
486

আক্তারুল খাঁন---

হাওড়া: আজ দীপাবলি। আলোর উৎসবে মেতে ওঠার দিন আজ। মোমবাতি, কিন্ত প্রদীপের সঙ্গেই মডার্ন যুগের অত্যাধুনিক টুনি লাইট। দীপাবলী আলোর রোশনাই থেকে কিছুই বাদ যায় না। সঙ্গে চলে দেদার বাজি পোড়ানো। তবে অবশ্য এবারে বাজি পোড়ানোর সময় সীমা বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন রাত্রি ৮ থেকে ১০ পর্যন্ত বাজি পোড়ানো যাবে। এবার দিপান্বিতা আমাবস্যার তিথি পড়ছে রাতে। কিন্ত দক্ষিণেশ্বর মন্দিরে ভিড় শুরু হয়ে গেছে সকাল থেকেই। সোমবার দক্ষিণেশ্বরের স্কাইওকের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

আর তারপর আজ সকাল থেকেই দর্শনার্থীরা স্কাইওয়াকে চড়ে সোজা চলে যাচ্ছেন মন্দিরে। বাসে ট্রেনে যেই আসছেন সোজা সটান উঠে পড়ছেন স্কাইওয়াকে। ৬০ কোটি টাকা খরচ করে গড়ে উঠেছে এই স্কাইওয়াকটি। লম্বা ৩৮০ মিটার চওড়া ১০ মিটার।১২ টি চলমান সিঁড়ি, ৮ সিঁড়ি ও ৪ টি লিফট। এই স্কাইওয়াকে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সিসিটিভি সবই আছে। স্কাইওয়াকের ভিতরে রয়েছে পুজোর সমাগ্ৰী কেনার জন্য বেশ কয়েকটি দোকান।সেই দোকান থেকে পুজোর জিনিসপত্র কিনে সোজা মন্দিরের ঢুকে পড়তে পারবেন দর্শনার্থীরা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট