দক্ষিনেশ্বর ও তারাপীঠে ভক্তদের সমাগম


মঙ্গলবার,০৬/১১/২০১৮
1161

বাংলা এক্সপ্রেস ---

আজ মায়ের পূজা। আলোর রোশনাই মাতোয়ার বাংলা। আজ কালীপুজা দক্ষিনেশ্বরে সকাল থেকেই ভক্তদের ভিড়। তাঁর অন্য নাম শ্যামা বা আদ্যাশক্তি। প্রধানত শাক্ত সম্প্রদায় কালীপূজা করে থাকে। তন্ত্র অনুসারে, কালী দশমহাবিদ্যা নামে পরিচিত দশজন প্রধান তান্ত্রিক দেবীর প্রথম। শাক্ত মতে, কালী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। বাঙালি হিন্দু সমাজে কালীর মাতৃরূপের পূজা বিশেষ জনপ্রিয়।তন্ত্র সাহিত্যে কালীর বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায়। এগুলি হল: দক্ষিণাকালী, ভদ্রকালী, সিদ্ধকালী, গুহ্যকালী, শ্মশানকালী, মহাকালী, রক্ষাকালী ইত্যাদি।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

কলকাতার সবচেয়ে বিখ্যাত কালীমন্দিরটি হল কালীঘাট মন্দির। এটি একটি সতীপীঠ। এছাড়া দক্ষিণেশ্বর কালীবাড়ি, আদ্যাপীঠ, ঠনঠনিয়া কালীবাড়ি, ফিরিঙ্গি কালীবাড়ি ইত্যাদি কলকাতা অঞ্চলের বিখ্যাত কয়েকটি কালী মন্দির। উৎসবের আনন্দ নিতে ভিড় জমিয়েছেন ভক্তরা। শুধু তাই নয় আজ এই বিশেষ দিনে পূজা দিতে বহুদুর থেকে এসেছেন ভক্তরা। তবে সাথে রয়েছে আটোসাটো নিরাপত্তা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট