ঝাড়গ্রাম জেলায় ঘটে চলা চুরি ও ছিনতাইয়ের কিনারা করল জেলা পুলিশ


বুধবার,০৭/১১/২০১৮
557

বাংলা এক্সপ্রেস ---

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলায় ঘটে চলা চুরি ও ছিনতাইয়ের কিনারা করল জেলা পুলিশ। তদন্তে নেমে দুটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর তাঁর অফিসে এক সাংবাদিক বৈঠক করে একথা জানান। পুলিশ সুপার বলেন,”আপনারা জানেন জামবনি ও বিনপুরে কয়েকটি ছিনতাই হয়েছিল। সেখানে সাধারণ মানুষের প্রয়োজনীয় লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে ছিল ছিনতাইবাজরা।

জামবনি ও বিনপুর থানায় দুটি কেসের তদন্তে নেমে আমরা চক্রের মূল পান্ডা সেক গফফর সহ সেক নাসিররুদ্দিন এবং সেক আফতাবকে গ্রেফতার করা হয়েছে।” চক্রের মূল পান্ডা সেক গফফরের বাড়ি ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রামে। আর সেক নাসিররুদ্দিনের বাড়ি বিনপুর এবং সেক আফতাবের বাড়ি নয়াগ্রামে। পুলিশ সুপার আরো বলেন,’দুটি কেসে ইতিমধ্যে টিআই প্যারেডে অভিযুক্তদের চিহ্নিতকরণ করেছে। তাদের পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনায় যুক্ত বাকিদেরও খোঁজে তল্লাশি চালানো হবে। দুটি ঘটনায় আমরা চক্র কাজ করছে বলে আমাদের অনুমান। ওই চক্রের বাকিদের ধরার জন্য তদন্ত চলছে।’

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট