কেশব ডিহি স্পোর্টিং ক্লাবের গভীর জলে উদীয়মান কাচের মন্দির নজর কেড়েছে ঝাড়গ্রামবাসির


বুধবার,০৭/১১/২০১৮
491

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: দুর্গাপুজাতে থিমের ছড়াছড়ি দেখতে পাওয়া গিয়েছিল। কালীপূজোতেও কলকাতার মতো ঝাড়গ্রাম জেলার পুজোতেও রয়েছে থিমের ছড়াছড়ি। ভিড় টানতে কোথাও উঠে এসেছে ৩২হাত ও ১৬টি মুখের কালী আবার কোথাও কাচের বোতলের তৈরি মণ্ডপ হচ্ছে। ঝাড়গ্রাম শহরের কেশব ডিহিতে এবছরের থিম “গভীর জলে উদীয়মান কাচের মন্দির”।এবছর ৩৯ তম বর্ষ।প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে কেশব ডিহি স্পোর্টিং ক্লাব থিমটি ফুটিয়ে তুলেছে।

সম্পূর্ন কাচ দিয়ে মন্ডপ, প্যান্ডেল এবং প্রতিমা তৈরী করা হয়েছে। মন্দিরের ভিতরে রয়েছে আয়নার লুকোচুরি। প্যান্ড্যাল দেখতে দেখতে হারিয়ে যাবে সবাই।পুরাে বিষয়টিকে রূপ দিয়েছে কেশব ডিহি স্পোর্টিং ক্লাবের সদস্যরাই।পুজো কমিটির উদ্যোক্তাদের দাবি, এবারের পুজোর মূল আকর্ষণ সম্পূর্ন কাচ দিয়ে মন্ডপ, প্যান্ডেল এবং প্রতিমা মানুষের মন কাড়বেই।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট