“স্যান্টাফোকিয়া” কালী পুজোর শুভ উদ্বোধন করেন বহরমপুর সাংসদ অধীর চৌধুরী


বুধবার,০৭/১১/২০১৮
541

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ বহরমপুর গোরাবাজার জজকোর্ট মোড়ের “স্যান্টাফোকিয়া” কালী পুজোর সোমবার রাত্রে শুভ উদ্বোধন করেন বহরমপুর সাংসদ অধীর চৌধুরী। “স্যান্টাফোকিয়া” কালী পুজো ৪১বছরের পুরানো। প্রতি বছরের মতো এবারেও তারা মহাসমারোহে এই পুজো পালন করে চলেছেন। এই পুজো অধীর চৌধুরীর পুজো নামে পরিচিত হলেও সোমবার পুজো উদ্বোধনে এসে অধীর চৌধুরী বলেন এই পুজো আমার পুজো নয়।

দীর্ঘদিনের এই পুজো এখানকার স্থানীয় বয়সজেষ্ট মানুষেরাই করে থাকেন। এখন জেনারেশন চেঞ্জ হয়ে যুবকদের হাতে পড়েছে পুজোর দায়িত্ব। তবে দীর্ঘদিন ধরে পুজোর উদ্বোধন করেন অধীর চৌধুরী নিজেই। এদিন পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন, বিধায়ক মনোজ চক্রবর্তী, বিধায়ক ফিরোজা বেগম, বহরমপুর চুয়াপুর ভারত সেবা সংঘের স্বামীজি। এদিন রাত্রে অধীর চৌধুরী স্বামীজিকে মন্দিরের নিয়ে এসে তাকে দিয়ে প্রদীপ প্রজ্জ্বোলন এবং ফিতে কেটে পুজোর শুভ সূচনা করেন। পুজো উপলক্ষে অত্যাধুনিক লাইটের ব্যাবস্থাও দেখা গিয়েছে মন্দির সংলগ্ন এলাকায়।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট