বন্ধ হোক সবুজ ধ্বংস পুজোর থিমে বার্তা ঝাড়গ্রামে


বৃহস্পতিবার,০৮/১১/২০১৮
487

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জুড়ে যেভাবে নির্বিচারে গাছ কাটা চলছে, তাতে সকলকে সচেতন করতে এবার ঝাড়গ্রাম শহরের উত্তর বামদা এলাকার ইনক্লাবের ৩৮ তম বর্ষের কালী পূজার থিম ‘গাছেরও প্রাণ আছে’। মন্ডপে দেখতে পাওযা যাবে গাছের গুড়ি করাত দিয়ে কাটে দুটো লোক। কাটা জায়গা থেকে রক্ত বেরাচ্ছে। সেই গাছ-মাকে জড়িয়ে কাঁদছে গাছ-সন্তান। কিন্তু কঠিন মুখের লােক দুটি ভাবলেশহীন। তারা গাছ কাটবেই।

কিছুটা দূরে আর একটা গাছ কেমন যেন মানুষের মতো দেখতে। সেই গাছে কুতুলের কোপ দিতে উদ্যত এক কাঠুরে। ছোট্ট একটি মেয়ে অনুনয় করবে গাছ না কাটার জন্য।পুজো কমিটির কর্মকর্তারা জানালেন,“ঝাড়গ্রাম জুড়ে যেভাবে নির্বিচারে গাছ কাটা চলছে, তাতে সকলকে সচেতন করতে এবার এমন থিমের ভাবনা।” উদ্যোক্তাদের অভিযোগ, অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম কে প্রশাসনিক উদ্যোগে সবুজহীন করা হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট