এক যুবকের ঝুলন্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য লালগোলায়


বৃহস্পতিবার,০৮/১১/২০১৮
571

বাংলা এক্সপ্রেস---

লালগোলাঃ এক যুবকের ঝুলন্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য লালগোলায়। মৃত যুবকের নাম দিবেন্দু ঘোষ(২৪)। ঘটনাটি ঘটেছে বুধবার রাত্রে লালগোলা থানার দেশওয়ালী পাড়া এলাকায়। সূত্রের খবর বুধবার সন্ধ্যা থেকে পেশায় গাড়ির খালাসি মৃত দিবেন্দু ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন অনেক রাত্রি পর্যন্ত খোঁজাখুঁজি করে শেষে বাড়ির কাছে দাঁড়িয়ে থাকা একটি ১০চাকার ট্রাকের ভিতরে মৃত অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পায়।

পরিবারের লোক তড়িঘড়ি তাকে নামিয়ে পুলিসে খবর দিলে লালগোলা থানার পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। পরিবারের লোকের অভিযোগ তাদের ছেলেকে খুন করা হয়েছে। যদিও পুলিস ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে করছে। এখন পর্যন্ত লালগোলা থানায় মৃতের পরিবারের তরফ থেকে কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট